‘জলবায়ু সহনশীল কৃষির উন্নয়নে দরকার সমন্বিত উদ্যোগ’

ব্র্যাক ও বিএআরসি আয়োজিত কর্মশালায় বক্তারা বলেন, জলবায়ু সহনশীল কৃষি নিশ্চিত করতে হলে সরকারি ও বেসরকারি খাতে সমন্বিত পদক্ষেপ ও প্রযুক্তিনির্ভর সেবা জরুরি।

নিজস্ব প্রতিবেদক | কৃষি প্রতিদিন

জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাংলাদেশের প্রান্তিক কৃষকেরা ক্রমবর্ধমান সংকটে পড়ছেন। ফসলের উৎপাদন হ্রাস, মাটির গুণমানের অবনতি ও খাদ্য নিরাপত্তাহীনতা প্রমাণ করে যে, টেকসই কৃষি এখন আর বিকল্প নয়, বরং জরুরি প্রয়োজন।

এই বাস্তবতায় সরকারি-বেসরকারি খাতের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন দেশের শীর্ষস্থানীয় কৃষি গবেষক ও বিশেষজ্ঞরা।

গাজীপুরের রাজেন্দ্রপুরে ব্র্যাক প্রশিক্ষণ ও উন্নয়ন ব্যবস্থাপনা কেন্দ্রে (বিসিডিএম) ১৮ ও ১৯ জুন অনুষ্ঠিত হয় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। শীর্ষক: ‘ব্র্যাক এডাপটেশন ক্লিনিক এবং দীর্ঘমেয়াদী কৃষি-পরামর্শমূলক সেবার জন্য আকাসা পোর্টালের সুবিধা প্রদান’।

এই কর্মশালার আয়োজন করে ব্র্যাক, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বারসি) ও Atlas of Climate Adaptation in South Asian Agriculture (আকাসা)।

কর্মশালায় আলোচনা ও প্রবন্ধ

বক্তারা বলেন, জলবায়ু অভিযোজন শুধু প্রযুক্তিনির্ভরতা নয়, বরং তথ্য, প্রশিক্ষণ ও গবেষণার একটি সমন্বিত কাঠামো গড়ে তোলা দরকার।

ব্র্যাক জলবায়ু পরিবর্তন কর্মসূচির কর্মসূচি প্রধান আবু সাদাত মনিরুজ্জামান খান স্বাগত বক্তব্যে বলেন, “জলবায়ু-সহনশীল কৃষি গড়তে হলে গ্রাম পর্যায়ে তথ্য ও প্রযুক্তি পৌঁছে দিতে হবে সঠিক কৌশলে।”

বারসি-এর এইআরসি বিভাগের পরিচালক ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মোশাররফ উদ্দিন মোল্লা প্রধান অতিথি হিসেবে বলেন, “শুধু গবেষণা নয়, বাস্তব প্রয়োগ ও কৃষকের হাতে কার্যকর তথ্য তুলে দেওয়াই অভিযোজনের মূল চাবিকাঠি।”

ব্র্যাক এডাপটেশন ক্লিনিক: এক নতুন মডেল

ব্র্যাক-এর জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক তৌসিফ আহমেদ কোরেশী জানান, “এডাপটেশন ক্লিনিক একটি এক্সটেনশন মডেল, যেখানে কৃষককে সরাসরি জলবায়ু-সহনশীল ফসল, আধুনিক চাষপদ্ধতি ও আবহাওয়া তথ্য দেওয়া হচ্ছে।”

  • ২০২২ সাল থেকে ১৯টি ক্লিনিক চালু
  • উপকূলীয় ও জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকায় কার্যক্রম চলছে
  • মোবাইল অ্যাপ ও আকাসা পোর্টাল থেকে তথ্য গ্রহণ ও বিতরণ

 আকাসা পোর্টাল: জলবায়ু তথ্যের ডিজিটাল রূপ

আকাসা প্রকল্প, যা ২০২৩ সাল থেকে পরিচালিত হচ্ছে, দক্ষিণ এশিয়ার জলবায়ু-সহনশীল কৃষি উন্নয়নে সহায়ক তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে।

  • প্রাকৃতিক দুর্যোগ, ফসল ও পশুপালন খাতের তথ্য বিশ্লেষণ
  • অভিযোজন চাহিদা চিহ্নিতকরণে সহায়ক
  • ব্র্যাক ক্লিনিক ও কৃষকদের মোবাইল অ্যাপে সংযুক্ত
উপস্থিত বক্তারা:
  • ড. মো. লিয়াকত আলী — পরিচালক, ব্র্যাক জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা
  • ড. আব্দুল আজিজ — অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
  • মো. মনিরুল ইসলাম — অতিরিক্ত পরিচালক (অর্থকরী ফসল), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
  • হাসান মো. হামিদুর রহমান — পরিচালক, বারসি, ও আকাসা প্রকল্পের পিআই

কর্মশালায় বক্তারা একমত হন যে, জলবায়ু অভিযোজিত কৃষি গড়ে তুলতে হলে সরকার, গবেষণা প্রতিষ্ঠান ও এনজিও খাতের মধ্যে সুদৃঢ় সমন্বয় দরকার। শুধু প্রকল্প চালু করলেই হবে না, বরং কৃষকের দরজায় গিয়ে তাকে সহায়তা করতে হবে তথ্য, প্রযুক্তি ও প্রশিক্ষণ দিয়ে।


Discover more from কৃষি প্রতিদিন

Subscribe to get the latest posts sent to your email.

মতামত দিন