গ্রেট গ্রিন ওয়াল, ট্রি সুনামি ও জীবন্ত উপকূলরেখা প্রকল্প অনুকরণীয় উদাহরণ।
নিজস্ব প্রতিবেদক:
জলবায়ু পরিবর্তনের প্রভাব সারাবিশ্বে ক্রমেই স্পষ্ট হচ্ছে। তবে পৃথিবীকে বাসযোগ্য রাখতে নানা উদ্ভাবনী উদ্যোগ হাতে নিয়েছে বিভিন্ন দেশ। বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তন ঠেকাতে এসব প্রকল্প ইতিমধ্যেই নজর কাড়ছে বিশ্বের।
এর মধ্যে আফ্রিকার গ্রেট গ্রিন ওয়াল, পাকিস্তানের ট্রি সুনামি এবং যুক্তরাষ্ট্রের জীবন্ত উপকূলরেখা প্রকল্প অনুকরণীয় উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।
সাহারা মরুভূমিতে ‘গ্রেট গ্রিন ওয়াল’
আফ্রিকার মরুকরণ ও ভূমি অবক্ষয় ঠেকাতে ২০০৭ সালে আফ্রিকান ইউনিয়নের উদ্যোগে শুরু হয় গ্রেট গ্রিন ওয়াল প্রকল্প। পশ্চিমে সেনেগাল থেকে পূর্বে জিবুতি পর্যন্ত প্রায় ৮ হাজার কিলোমিটার দীর্ঘ এ সবুজ দেয়ালের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে—
- ১০ কোটি হেক্টর অবক্ষয়িত জমি পুনরুদ্ধার।
- ২৫ কোটি টন কার্বন ডাই অক্সাইড শোষণ।
- ১ কোটি সবুজ কর্মসংস্থান সৃষ্টি।
এখন পর্যন্ত প্রায় ৩ কোটি হেক্টর জমি পুনরুদ্ধার হয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার ৩০ শতাংশ। প্রকল্পের মূল লক্ষ্য মরুভূমি দূর করে আফ্রিকায় সজীবতা ফিরিয়ে আনা।
পাকিস্তানের ১০ বিলিয়ন ‘ট্রি সুনামি’
দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান ২০১৮ সালে শুরু করে ১০ বিলিয়ন ট্রি সুনামি প্রকল্প। এর লক্ষ্য—
- জলবায়ু পরিবর্তন মোকাবিলা।
- ক্ষয়প্রাপ্ত বনভূমি ও বাস্তুতন্ত্র পুনরুদ্ধার।
- জীববৈচিত্র্য বৃদ্ধি।
খাইবার পাখতুনখোয়া প্রদেশে আগে পরিচালিত বিলিয়ন ট্রি সুনামি প্রকল্পে ৩ লাখ ৫০ হাজার হেক্টর জমিতে বন পুনরুদ্ধার হয়। নতুন প্রকল্পে সারাদেশে ১০ বিলিয়ন গাছ লাগানো হবে, যা প্রায় ৮৫ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে।
যুক্তরাষ্ট্রের ‘জীবন্ত উপকূলরেখা’
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমাতে যুক্তরাষ্ট্রের উপকূলীয় অঞ্চলে চালু হয়েছে জীবন্ত উপকূলরেখা প্রকল্প। এটি প্রাকৃতিক উপকরণ—যেমন গাছপালা, বালু, ঝিনুকের প্রাচীর ইত্যাদি দিয়ে তৈরি, যা—
- উপকূলকে স্থিতিশীল করে।
- ঝড়ের ক্ষয়ক্ষতি কমায়।
- প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণে সহায়তা করে।
ফ্লোরিডা, নিউইয়র্কসহ বিভিন্ন উপকূলীয় অঞ্চলে এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এটি শুধু ঝড় থেকে সুরক্ষা দেয় না, বরং উপকূলীয় বাস্তুতন্ত্রও সুস্থ রাখে।
এ ধরনের প্রকল্প শুধু পরিবেশ রক্ষাই করে না, বরং কর্মসংস্থান সৃষ্টি ও বাস্তুতন্ত্র টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। বিশেষজ্ঞরা মনে করেন, জলবায়ু পরিবর্তনের হুমকিতে থাকা অন্যান্য দেশও চাইলে এই উদ্যোগগুলো থেকে অনুপ্রেরণা নিতে পারে।
Discover more from কৃষি প্রতিদিন
Subscribe to get the latest posts sent to your email.