১ লাখ টন সার কিনছে সরকার

দেশের কৃষিখাতে ব্যবহারের জন্য চীন, সৌদি আরব ও আমিরাত থেকে আমদানি হবে ইউরিয়া ও ডিএপি সার।

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

দেশের কৃষি উৎপাদন কার্যক্রমে সহায়তা দিতে সরকার ১ লাখ ১০ মেট্রিক টন ইউরিয়া ও ডিএপি সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য মোট ব্যয় হবে ৮৫০ কোটি ৫০ লাখ ৮৬ হাজার টাকা। এর মধ্যে ৩০ হাজার টন ইউরিয়া এবং ৮০ হাজার টন ডিএপি সার রয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

ইউরিয়া আসবে আমিরাত থেকে, ডিএপি আসবে চীন ও সৌদি আরব থেকে

বৈঠক সূত্রে জানা গেছে, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী সংযুক্ত আরব আমিরাত থেকে ৩০ হাজার মেট্রিক টন গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

  • মোট ব্যয়: ১ কোটি ১৫ লাখ ৬৫ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায়: ১৪১ কোটি ৯ লাখ ৩০ হাজার টাকা।
  • প্রতি টনের দাম: ৩৮৫.৫০ ডলার

চীন থেকে ৪০ হাজার টন ডিএপি সার

কৃষি মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবে চীনের সঙ্গে রাষ্ট্রীয় পর্যায়ে করা চুক্তির আওতায় ৪০ হাজার (+১০%) টন ডিএপি (ডাই অ্যামোনিয়াম ফসফেট) সার আমদানি করা হবে।

  • ব্যয়: ২ কোটি ৯১ লাখ ৭০ হাজার মার্কিন ডলার।  বাংলাদেশি মুদ্রায়: ৩৫৮ কোটি ২০ লাখ ৭৬ হাজার টাকা।
  • প্রতি টনের দাম: ৭২৯.২৫ ডলার।
  • চুক্তিটি ইতিমধ্যে বিএডিসি ও চীনের মধ্যে ১০ জানুয়ারি ২০২৫ সই হয়েছে।

জানা গেছে, বিএডিসি কর্তৃক চীন থেকে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে ডিএপি সার আমদানির প্রস্তাব অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি কর্তৃক নীতিগত অনুমোদিত হয়। বিএডিসি ও চীনের মধ্যে গত ১০ জানুয়ারি সার আমদানির জন্য চুক্তি সই হয়।

সৌদি আরব থেকেও আসছে সমপরিমাণ ডিএপি

আরেক প্রস্তাবে, সৌদি আরব থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।

  • ব্যয়: ২ কোটি ৮৬ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায়: ৩৫১ কোটি ২০ লাখ ৮০ হাজার টাকা।
  • প্রতি টনের দাম: ৭১৫ ডলার

সার আমদানিতে সরকারের কৌশলগত গুরুত্ব

এই সিদ্ধান্তগুলো দেশের খাদ্য উৎপাদন নিশ্চিত করতে সরকারের সার্বিক কৃষি সহায়তা নীতির অংশ। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির মাঝেও কৃষকদের জন্য সারের সহজলভ্যতা নিশ্চিত করতে সরকার নিয়মিতভাবে আমদানির উদ্যোগ নিচ্ছে।


Discover more from কৃষি প্রতিদিন

Subscribe to get the latest posts sent to your email.

মতামত দিন