হিমসাগর আমের জিআই স্বীকৃতি পেল মেহেরপুর

দেশজুড়ে উচ্ছ্বাস, বিশ্ববাজারে রপ্তানির নতুন সম্ভাবনা।

নিজস্ব প্রতিবেদক | মেহেরপুর 

মেহেরপুরের বিখ্যাত হিমসাগর আম অবশেষে পেয়েছে ভৌগোলিক নির্দেশক (GI) পণ্যের স্বীকৃতি। দেশের সীমা পেরিয়ে ইউরোপসহ বিভিন্ন দেশে জনপ্রিয় এই সুস্বাদু আমের স্বীকৃতি পাওয়ায় উচ্ছ্বসিত আমচাষি ও বাগান মালিকরা।

এই স্বীকৃতি কেবল সম্মানজনক নয়, বরং আন্তর্জাতিক বাজারে রপ্তানি ও ব্র্যান্ডিংয়ের দিক থেকে বড় সাফল্য বলেই মনে করছেন স্থানীয় উদ্যোক্তারা।

চাষিদের আশা: “এবার কদর বাড়বে ”

আমচাষি শাহিন আলী বলেন, “জিআই স্বীকৃতি পাওয়া আমাদের জন্য অনেক বড় অর্জন। এখন মেহেরপুরের হিমসাগর আমের চাহিদা আরও বাড়বে—দেশে-বিদেশে দু’জায়গাতেই।”

আমঝুপি গ্রামের সাখাওয়াত হোসেন, যাঁর ছয় বিঘা বাগান রয়েছে, বলেন, “এই স্বীকৃতির কারণে হিমসাগর চাষে আরও আগ্রহ তৈরি হয়েছে। আমরা আশাবাদী ভালো দাম পাব।”

মেহেরপুর শহরের বৃহত্তম বাগান মালিক সাইদুর রহমান জানান, “প্রতি বছর নিজ উদ্যোগে কিছু হিমসাগর আম রপ্তানি করি। এবার জিআই সনদের কারণে দেড়শ টন রপ্তানির টার্গেট করেছি।”

দীর্ঘদিনের অভিযোগ: কৃতিত্ব পেত রাজশাহী, কষ্টে থাকত মেহেরপুর

চাষিরা জানান, এতদিন মেহেরপুরের উৎপাদিত হিমসাগর আম ‘রাজশাহীর আম’ হিসেবে বিক্রি হতো। রপ্তানি প্রশিক্ষণ, GAP সনদ, এবং সরকারি সহায়তা উত্তরাঞ্চলের চাষিরা সহজে পেলেও, মেহেরপুর ছিল বঞ্চিত।

এখন চাষিরা মনে করছেন— “জিআই স্বীকৃতির মাধ্যমে মেহেরপুরের নামেই হিমসাগর আম পরিচিত হবে। ফলে বন্ধ হবে বছরের পর বছর ধরে চলে আসা ভুল ব্র্যান্ডিং।”

বিশেষজ্ঞ ও কৃষি কর্মকর্তাদের মতামত

অবসরপ্রাপ্ত অধ্যাপক এনামুল আযীম বলেন, “এটি শুধু স্বীকৃতি নয়, মেহেরপুরের জন্য সম্ভাবনার দরজা। দেশের গণ্ডি ছাড়িয়ে রপ্তানির জন্য বিশাল সুযোগ তৈরি হলো।”

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মেহেরপুরের উপপরিচালক সামসুল আলম জানান, “দীর্ঘদিন গবেষণা ও তদবিরের পর অবশেষে মেহেরপুরের কোনো জেলায় আপত্তি না থাকায় হিমসাগর আমকে জিআই পণ্যের স্বীকৃতি দেওয়া হয়।”

তিনি আরও বলেন, “জেলায় বর্তমানে ২,৩৬৬ হেক্টর আমের বাগান রয়েছে, যার মধ্যে ১,৬৫০ হেক্টরে হিমসাগর আম চাষ হচ্ছে। এই স্বীকৃতি মেহেরপুরের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে।”

GI স্বীকৃতি মানেই কী?

ভৌগোলিক নির্দেশক (GI) কোনো পণ্যের এমন একটি স্বীকৃতি, যা তার উৎপত্তিস্থানভিত্তিক খ্যাতি, গুণগত মান ও বৈশিষ্ট্যকে স্বীকৃতি দেয়। GI ট্যাগ থাকলে আন্তর্জাতিক বাজারে সেই পণ্যের বিশ্বস্ততা ও বাজারমূল্য বাড়ে।


Discover more from কৃষি প্রতিদিন

Subscribe to get the latest posts sent to your email.

মতামত দিন