ইন্টারনেট ছাড়াই পাওয়া যাবে চিকিৎসা, টিকা ও খামার ব্যবস্থাপনার তথ্য।
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের প্রাণিসম্পদ খাত এখনও রোগ নির্ণয়, সঠিক চিকিৎসা ও তথ্য-অভাবের চ্যালেঞ্জে ভুগছে। এসব সমস্যা সমাধানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মো. সহিদুজ্জামান উদ্ভাবন করেছেন বাংলা ভাষায় নির্মিত “ডিজিটাল খামারি” মোবাইল অ্যাপ, যা গৃহপালিত প্রাণীর রোগ শনাক্ত, প্রতিকার ও প্রতিরোধের তথ্য একসঙ্গে দিচ্ছে।
সহজ ভাষা ও ছবি দিয়ে রোগ শনাক্ত
‘ডিজিটাল খামারি’ অ্যাপে গরু, ছাগল, ভেড়া, হাঁস ও মুরগির সাধারণ ও জটিল রোগের লক্ষণ, প্রতিকার ও টিকা-সংক্রান্ত তথ্য রয়েছে। যেসব খামারি লেখাপড়ায় দুর্বল, তারাও ছবির মাধ্যমে রোগ চিহ্নিত করতে পারবেন।
প্রাণিসেবা হাতের মুঠোয়, অ্যাপটিতে রয়েছে—
- রোগভিত্তিক লক্ষণ ও করণীয়
- সাধারণ চিকিৎসা পরামর্শ
- টিকা দেওয়ার সময়সূচি
- স্থানীয় ভেটেরিনারি চিকিৎসকের যোগাযোগ তথ্য
- এতে প্রাণীর মৃত্যু হার কমবে, চিকিৎসা ব্যয় সাশ্রয় হবে এবং খামারির আর্থিক ক্ষতি কমবে।
- অফলাইন সুবিধা ও বিনামূল্যে ডাউনলোড
‘Digital Khamari’ অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যায় এবং ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা সম্ভব। এতে আছে সচেতনতামূলক কনটেন্ট, রোগভিত্তিক চিকিৎসা নির্দেশনা ও খামার ব্যবস্থাপনা বিষয়ক তথ্য।
ভবিষ্যৎ পরিকল্পনা
অধ্যাপক সহিদুজ্জামান জানান, ভবিষ্যতে অ্যাপে লাইভ চ্যাট সাপোর্ট, ভিডিও টিউটোরিয়াল, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক রোগ নির্ণয় ও খামার ব্যবস্থাপনার ক্যালেন্ডার ফিচার যুক্ত হবে। ব্যবহারকারীর মতামতের ভিত্তিতে অ্যাপটি নিয়মিত হালনাগাদ করা হচ্ছে।
প্রাণিসেবায় প্রযুক্তির বিপ্লব
বাংলাদেশ সরকারের তথ্য ও প্রযুক্তি বিভাগের অর্থায়নে নির্মিত এই অ্যাপ প্রাণিসেবা খাতে প্রযুক্তির সফল প্রয়োগ ও গ্রামীণ উন্নয়নের বাস্তব উদাহরণ। বিশেষজ্ঞরা মনে করেন, এমন উদ্যোগ সারা দেশে ছড়িয়ে পড়লে খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান ও পুষ্টি উন্নয়নে বড় ভূমিকা রাখবে।
Discover more from কৃষি প্রতিদিন
Subscribe to get the latest posts sent to your email.