শিক্ষা ডেস্ক:
২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা আগামী ২০২৬ সালের ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ বছর ভর্তি পরীক্ষার মূল দায়িত্বে থাকছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) রেজিস্ট্রার কৃষিবিদ ড. হেলাল উদ্দীন।
কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা ও আবেদনের সময়সূচি
ভর্তি পরীক্ষা ৩ জানুয়ারি (শনিবার) দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত একযোগে অনুষ্ঠিত হবে। পরীক্ষার প্রযুক্তিগত ও প্রশাসনিক সব ধরনের সমন্বয় করবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়।
এ ছাড়া, ‘ACAS’ (Agricultural Cluster Admission System) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন আবেদন গ্রহণ শুরু হবে আগামী ২৫ নভেম্বর (২০২৫) থেকে এবং আবেদন চলবে ১৫ ডিসেম্বর (২০২৫) পর্যন্ত।
ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত নির্দেশনা, আসন বিন্যাস এবং প্রবেশপত্র ডাউনলোডের তথ্য পরবর্তী সময়ে ACAS-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
কৃষি গুচ্ছের আওতাধীন ৯ বিশ্ববিদ্যালয়
- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), ময়মনসিংহ
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি), গাজীপুর
- শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), ঢাকা
- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)
- চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)
- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)
- খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি)
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় (হকৃবি)
- কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় (কুকৃবি)
Discover more from কৃষি প্রতিদিন
Subscribe to get the latest posts sent to your email.