আলজেরিয়ায় আমবাগান করলে বিনা মূল্যে জমি পাবে বাংলাদেশিরা: রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক | চাঁপাইনবাবগঞ্জ

বাংলাদেশের আমচাষিদের সহযোগিতা নিয়ে আলজেরিয়ায় আমবাগান গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছে উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়া।

বাংলাদেশি কৃষকেরা সেখানে গিয়ে আমচাষ করতে চাইলে বিনা মূল্যে জমি প্রদানসহ বিদ্যুৎ, গ্যাসসহ যাবতীয় সুবিধা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি।

শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত “আলজেরিয়ার সঙ্গে কৃষিভিত্তিক বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ” শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

 “আমচাষ করতে এলে বাংলাদেশিদের বিনা মূল্যে জমি দেওয়া হবে” — রাষ্ট্রদূত

আবদেলোহাব সাইদানি বলেন— “আলজেরিয়ায় বিপুল পরিমাণ জমি ফাঁকা পড়ে রয়েছে। আমরা সেখানে আমবাগান গড়ে তুলতে চাই এবং বাংলাদেশি চাষিদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই। যাঁরা আমচাষে আগ্রহী, তাঁদেরকে বিনা মূল্যে জমি, বিদ্যুৎ, গ্যাসসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।”

তিনি আরও জানান, বাংলাদেশ-আলজেরিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সরাসরি বিমান যোগাযোগ স্থাপনের প্রচেষ্টা চলছে, যা সফল হলে দুই দেশের বাণিজ্যিক সম্ভাবনার দ্বার খুলে যাবে।

রাষ্ট্রদূত মুগ্ধ চাঁপাইনবাবগঞ্জের আম উৎপাদন দেখে

আলোচনা সভায় রাষ্ট্রদূত সাইদানি চাঁপাইনবাবগঞ্জের উৎপাদনশীলতা ও আমচাষ পদ্ধতি দেখে অভিভূত হন। তিনি বলেন, “এ অঞ্চলের আমচাষিরা আলজেরিয়ায় গিয়ে সরেজমিনে মাটি ও আবহাওয়া পরিদর্শন করলে তারা সহজেই সেখানকার সম্ভাবনা বুঝতে পারবেন।”

যৌথ আলোচনা সভায় কী উঠে এসেছে?

সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের জ্যেষ্ঠ সহসভাপতি খাইরুল ইসলাম। উপস্থিত ছিলেন: বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের সভাপতি মোহাম্মদ নূরুল মোস্তফা,  সাধারণ সম্পাদক আলী হায়দার চৌধুরী, চেম্বারের সহসভাপতি আখতারুল ইসলাম, পরিচালক রাইহানুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম প্রমুখ।

বাণিজ্যিক সম্ভাবনা ও রপ্তানির সুযোগ

আলী হায়দার চৌধুরী বলেন, “আলজেরিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণে আন্তরিকভাবে কাজ করছেন। সম্পর্ক গভীর হলে আলজেরিয়ায় আম ও আমজাত পণ্যের রপ্তানির বিশাল সুযোগ তৈরি হবে।”

মুনজের আলম বলেন, “আম ও প্রক্রিয়াজাত আমপণ্য রপ্তানিতে সরকারি সহায়তার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও আমাদের সুযোগ তৈরি করা জরুরি। আলজেরিয়া সেই সম্ভাবনার নতুন দুয়ার হতে পারে।”


Discover more from কৃষি প্রতিদিন

Subscribe to get the latest posts sent to your email.

মতামত দিন