জয়পুরহাটে এক হাজার কৃষকের প্রশিক্ষণ ও ঋণসুবিধা, মাঠপর্যায়ে আয়োজিত হলো সফলতার উদ্যাপন অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক | বিজ্ঞপ্তি
হাইভ্যালু কৃষিপণ্য উৎপাদনে কৃষকদের সক্ষম করে তুলতে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলায় প্রায় এক হাজার ক্ষুদ্র কৃষককে কৃষি উপকরণ, প্রযুক্তি ও ঋণ সহায়তা দিচ্ছে কৃষিভিত্তিক ফিনটেক প্ল্যাটফর্ম ‘উইগ্রো’।
এর আওতায় অনেক কৃষকই সফলভাবে মৌসুমভিত্তিক চাষাবাদ ও গবাদিপশু পালন সম্পন্ন করেছেন। বাকিরা বর্তমানে প্রকল্পের অধীনে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
মাঠপর্যায়ে উদ্যাপন অনুষ্ঠান
গত সোমবার আক্কেলপুরে উইগ্রোর সহায়তা পাওয়া ৫০ জনের বেশি কৃষক ও তাঁদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা, চাষাবাদের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ উপজেলার প্রায় ১৩০ কৃষক ইতোমধ্যে উইগ্রোর সরাসরি সহায়তা লাভ করেছেন।
অনুষ্ঠানে উইগ্রোর চিফ অপারেটিং অফিসার (সিওও) ফাইয়াজ সাফি বলেন— “এই উদ্যাপনের অংশ হতে পেরে আমরা আনন্দিত। আমরা কৃষকদের জীবন ও জীবিকায় ইতিবাচক পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের কৃষি খাতের রূপান্তরে আমাদের অঙ্গীকার অব্যাহত থাকবে।”
কী ধরনের সহায়তা দিচ্ছে উইগ্রো?
উইগ্রো কৃষকদের যেসব সহায়তা দিচ্ছে—
- মানসম্মত বীজ, সার ও কীটনাশক।
- ঋণ সুবিধা (সাময়িক মূলধন ও চাষ খরচ)।
- প্রযুক্তিভিত্তিক চাষাবাদ সম্পর্কে প্রশিক্ষণ।
- উৎপাদনের পরে ক্রয় এবং বাজার সংযোগে সহায়তা।
- প্ল্যাটফর্মটি ইতোমধ্যে দেশের ৪০টির বেশি উপজেলায় প্রায় ১২ হাজার কৃষকের সঙ্গে কাজ করছে।
পাশাপাশি, এ প্ল্যাটফর্মের মাধ্যমে কৃষকদের চাষাবাদে ব্যবহৃত অত্যাধুনিক প্রযুক্তি সম্পর্কেও ধারণা প্রদান করা হয়।
ঋণ সহায়তায় কৃষকদের অগ্রগতি
উইগ্রোর তথ্যমতে—
- এখন পর্যন্ত প্রায় ১ কোটি ২ লাখ মার্কিন ডলার ঋণ দেওয়া হয়েছে কৃষকদের।
- এর মধ্যে ৭৮ লাখ ডলার ইতিমধ্যে পরিশোধ করেছেন কৃষকরা, যা সাফল্যেরই প্রমাণ।
উইগ্রোর হেড অব বিজনেস ডেভেলপমেন্ট আরিফ রহমান বলেন— “কৃষকদের আমরা কেবল ঋণ দিচ্ছি না, বরং তাদের জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করছি।”
সম্মাননা ও আন্তর্জাতিক স্বীকৃতি
২০২৩ সালে উইগ্রো পেয়েছে:
- Best Startup Innovation
- Best Innovation in Agriculture — বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ডস
- ২০২৪ সালে সিঙ্গাপুর ফিনটেক ফেস্টিভ্যালে উইনার অ্যাওয়ার্ড অর্জন
স্থানীয় প্রশাসনের আশ্বাস
অনুষ্ঠানের প্রধান অতিথি আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম বলেন— “উইগ্রোর এ ধরনের কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। কৃষকদের স্বাবলম্বী করে তুলতে ভবিষ্যতেও আমরা পাশে থাকব।”
Discover more from কৃষি প্রতিদিন
Subscribe to get the latest posts sent to your email.