রেকর্ড খাদ্য মজুত: বোরোতে ধান-চাল সংগ্রহে ইতিহাস গড়ছে সরকার

📌 সরকারি গুদামে প্রথমবারের মতো সাড়ে ২০ লাখ টনের বেশি মজুত।
📌 বোরোতে সংগ্রহ ছাড়িয়ে যাচ্ছে পূর্বের সব রেকর্ড।
📌 বাজার স্থিতিশীল রাখতে ধান-চাল আমদানির দরজা খুলেছে সরকার।

নিজস্ব প্রতিবেদক:

সরকারি গুদামে খাদ্যশস্যের মজুত ইতোমধ্যে পৌঁছেছে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে। খাদ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৭ জুলাই পর্যন্ত সরকারি গুদামে ধান, চাল ও গম মিলিয়ে মোট মজুত দাঁড়িয়েছে ২০ লাখ ৫৪ হাজার টনে, যা দেশের স্বাধীনতার পর সর্বোচ্চ।

চলতি বোরো মৌসুমেও ধান-চালের সংগ্রহ ছাড়িয়ে যাচ্ছে আগের সব রেকর্ড। এখন পর্যন্ত ১৪ লাখ ২৮ হাজার টন ধান ও চাল সংগ্রহ করা হয়েছে, যা লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছে গেছে।

এতে অভ্যন্তরীণ বাজারে আমদানিনির্ভরতা কমবে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

“আমরা ভালো একটা মজুত গড়ে তুলেছি। বোরোতে ১৪ লাখ টনের বেশি সংগ্রহ করবো। উপদেষ্টার তত্ত্বাবধান ও তৎপরতার কারণেই এত সফলতা সম্ভব হয়েছে।” — মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর, মহাপরিচালক, খাদ্য অধিদপ্তর

মজুতের বর্তমান চিত্র

  • চাল: ১৭ লাখ ৯৫ হাজার ৯৬ টন।
  • ধান: ১ লাখ ২৪ হাজার ১৪৬ টন।
  • গম: ১ লাখ ৭৮ হাজার ৩৮৮ টন।

সর্বশেষ ২০২২ সালের জানুয়ারিতে মজুত পৌঁছেছিল ১৯ লাখ ৮৫ হাজার টনে। এবার তা ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছে সরকার।

সংগ্রহ বাড়ছে, সময় কমছে

খাদ্য অধিদপ্তরের পরিচালক (সংগ্রহ বিভাগ) মো. মনিরুজ্জামান বলেন, “স্বাধীনতার পর খাদ্যশস্যের মজুত কখনো এত বেশি ছিল না। বোরোতে আরও ২ লাখ টন চাল সংগ্রহের সম্ভাবনা রয়েছে।”

বোরো সংগ্রহ চলবে ৩১ আগস্ট পর্যন্ত। তবে কর্মকর্তারা আশা করছেন, আগস্টের আগেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

চাল আমদানিতে ছাড়: দাম কমার সম্ভাবনা

বাজারে চালের দাম কিছুটা স্থিতিশীল থাকলেও সরকার নিয়ন্ত্রণে রাখতে বহুমুখী পদক্ষেপ নিয়েছে:

  • খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হবে ১৫ আগস্ট: ৫৫ লাখ পরিবারকে মাসে ৩০ কেজি করে ১৫ টাকা দরে চাল।
  • বেসরকারিভাবে ৫ লাখ টন চাল আমদানির অনুমোদন।
  • অনলাইনে আমদানি আবেদন শেষ সময়: ৭ আগস্ট।
  • আবেদন লিংক: www.mofood.gov.bd।

চলতি মৌসুমে সংগ্রহ লক্ষ্যমাত্রা (বোরো):

  • ধান: ৩.৫ লাখ টন।
  • সিদ্ধ চাল: ১৪ লাখ টন।
  • আতপ চাল: ৩৫ হাজার টন।
  • মূল্য: ধান (৩৬ টাকা/কেজি), চাল (৪৯ টাকা/কেজি)।

এরই মধ্যে সিদ্ধ চাল সংগ্রহ হয়েছে ১১ লাখ ৪৭ হাজার টন, আর ধান সংগ্রহ ছাড়িয়েছে ৩.৭৬ লাখ টন।

সরকারের সময়োপযোগী উদ্যোগ এবং মাঠপর্যায়ে কার্যকর তদারকির ফলে এবার বোরো সংগ্রহের মাধ্যমে খাদ্যশস্য মজুত নতুন উচ্চতায় পৌঁছেছে। একইসঙ্গে বাজার নিয়ন্ত্রণ ও মূল্য স্থিতিশীল রাখতে নেওয়া নীতিগত পদক্ষেপগুলোও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছে সংশ্লিষ্ট মহল।


Discover more from কৃষি প্রতিদিন

Subscribe to get the latest posts sent to your email.

মতামত দিন