নিজস্ব প্রতিবেদক
কীটনাশক বা বালাইনাশক উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানি সহজ করা এবং শুল্ক রেয়াতের সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এই সিদ্ধান্তের ফলে কীটনাশক আমদানির ওপর নির্ভরতা কমবে, দেশে উৎপাদন হবে সব ধরনের বালাইনাশক, এবং রপ্তানির নতুন দুয়ার উন্মুক্ত হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের ২১ অক্টোবরের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
দীর্ঘদিন ধরে বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএএমএ) বালাইনাশক উৎপাদন ও কাঁচামাল আমদানিতে শুল্ক রেয়াতের দাবি জানিয়ে আসছিল। স্থানীয় উদ্যোক্তাদের আবেদন বিবেচনা করে সরকার এই সিদ্ধান্ত নেয়।
প্রজ্ঞাপনে বলা হয়, গত মাসে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ‘স্থানীয়ভাবে বালাইনাশক উৎপাদন ও রপ্তানির দ্বার উন্মোচন’ শীর্ষক বৈঠকে ১১টি মন্ত্রণালয়ের প্রতিনিধি অংশ নেন। সেখানে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়:
- ঔষধ প্রশাসন অধিদপ্তরের মতো বালাইনাশক উৎপাদন ও আমদানি নিয়ন্ত্রণের জন্য একটি কাঠামো গঠন করা হবে।
- বালাইনাশক উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের তালিকা শুল্ক রেয়াতের জন্য জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) পাঠানো হবে।
দেশি উৎপাদনের সম্ভাবনা
বর্তমানে দেশে কীটনাশকের বাজার প্রায় ৭,৫০০ কোটি টাকা, যার মধ্যে প্রায় ৫৫% বাজার দখলে রেখেছে বহুজাতিক কোম্পানিগুলো। স্থানীয় আমদানিকারকরা ৪১%, আর দেশীয় উৎপাদকরা মাত্র ৪% অংশীদার।
আমদানির ক্ষেত্রে শুল্কহার ৫% হলেও, উৎপাদনের কাঁচামালে শুল্কহার ৩০–৫৮% পর্যন্ত হওয়ায় দেশীয় উৎপাদকরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছিলেন। ফলে বেশিরভাগ কীটনাশকই বিদেশ থেকে আমদানি করা হচ্ছিল।
কৃষকের লাভ
স্থানীয় উদ্যোক্তাদের মতে, যদি কাঁচামাল আমদানিতে রেয়াত কার্যকর হয়, তাহলে উৎপাদন ব্যয় কমে ৩০% পর্যন্ত দাম হ্রাস পেতে পারে। এতে কৃষকেরা আরও সাশ্রয়ী মূল্যে কীটনাশক পাবেন।
বর্তমানে দেশে ন্যাশনাল এগ্রিকেয়ার, এসিআই, স্কয়ারসহ প্রায় ২০টি প্রতিষ্ঠান বালাইনাশক উৎপাদন করছে।
বিএএমএ সভাপতির মন্তব্য
বিএএমএ সভাপতি কেএসএম মোস্তাফিজুর রহমান বলেন, “সরকার উৎপাদনকারীদের যৌক্তিক দাবি বিবেচনায় নিয়েছে। এখন এটি বাস্তবায়নের দায়িত্ব এনবিআরের। যদি দ্রুত পদক্ষেপ নেওয়া হয়, দুই-তিন বছরের মধ্যে আর কোনো বালাইনাশক আমদানি করতে হবে না। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে।”
সূত্র: বাণিজ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, বিএএমএ
Discover more from কৃষি প্রতিদিন
Subscribe to get the latest posts sent to your email.