কৃষি বিশ্ববিদ্যালয়ের শীর্ষে গাকৃবি, পাবলিকের মধ্যে তৃতীয়

ক্যাম্পাস ডেস্ক:

যুক্তরাজ্যভিত্তিক বিশ্ববিখ্যাত শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস: সাসটেইনেবিলিটি ২০২৬’-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। একই সঙ্গে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তৃতীয় এবং পাবলিক ও প্রাইভেট মিলিয়ে পঞ্চম স্থান দখল করেছে নবীন এই বিশ্ববিদ্যালয়টি।

মঙ্গলবার (১৮ নভেম্বর) কিউএস তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই র‌্যাঙ্কিং প্রকাশ করে।

র‌্যাঙ্কিংয়ের বিস্তারিত গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার (জনসংযোগ) মো. রনি ইসলাম জানান, এবারের র‌্যাঙ্কিংয়ে সারা বিশ্বের ১ হাজার ৯৯৪টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে বাংলাদেশের মোট ২২টি বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে। প্রকাশিত তালিকায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরেই গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অবস্থান। এর আগেও কিউএস প্রকাশিত বিভিন্ন র‌্যাঙ্কিংয়ে গাকৃবি ভালো অবস্থান ধরে রেখেছিল।

উপাচার্যের উচ্ছ্বাস ও ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্ববিদ্যালয়ের এমন অর্জনে সন্তুষ্টি প্রকাশ করেছেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, “কিউএস সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিংয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক অর্জন শুধু একটি সংখ্যা নয়, এটি আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতিটি সদস্যের দিন-রাতের পরিশ্রম, সততা, নিষ্ঠা এবং স্বপ্নের সম্মিলিত প্রচেষ্টার ফসল।”

ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে উপাচার্য বলেন, “আমরা এখানেই থেমে থাকব না। আমাদের সামনে আরও দীর্ঘ পথ অতিক্রম করতে হবে। খুব শিগগির দূরদর্শী ও সুপরিকল্পিত উদ্যোগের মাধ্যমে কিউএসসহ আন্তর্জাতিক সব র‌্যাঙ্কিংয়ে বৈশ্বিক পর্যায়ে ১০০-২০০ তমর ভেতরে প্রবেশ এবং দেশের প্রথম স্থানে উঠে আসাই আমাদের পরবর্তী লক্ষ্য।”

পূর্ববর্তী সাফল্য এর আগে টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) র‌্যাঙ্কিং ২০২৫ ও ২০২৬-এর বিভিন্ন ক্যাটাগরিতে দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাকৃবি প্রথম স্থান অর্জন করেছিল। এছাড়া ‘উরি র‌্যাঙ্কিং ২০২৫’-এ ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাকৃবি ৭৭তম অবস্থানে ছিল, যা জাতীয়ভাবে প্রথম।


Discover more from কৃষি প্রতিদিন

Subscribe to get the latest posts sent to your email.

মতামত দিন