নিজস্ব প্রতিবেদক:
শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে আলুর জমিতে ‘লেট ব্লাইট’ বা মড়ক রোগ মহামারি আকার ধারণ করার আশঙ্কা থাকে। দেশের অন্যতম প্রধান এই ফসল রক্ষায় কৃষকদের আগাম সতর্কবার্তা দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বিশেষ করে আবহাওয়া অনুকূল না থাকলে এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ে, যা কৃষকের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে।
সম্প্রতি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ উইং থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা ও নির্দেশনা দেওয়া হয়।
ঝুঁকিপূর্ণ সময় ও আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময়কাল আলুর মড়ক রোগের জন্য অত্যন্ত সংবেদনশীল। বিশেষ করে নিম্ন তাপমাত্রা, কুয়াশাচ্ছন্ন মেঘলা আকাশ এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলে এই রোগ খুব দ্রুত বিস্তার লাভ করে। তাই বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে কৃষকদের বিশেষ নজরদারি প্রয়োজন।
রোগের লক্ষণ চিনবেন যেভাবে কৃষকদের সুবিধার্থে বিজ্ঞপ্তিতে রোগের লক্ষণগুলো বিস্তারিত তুলে ধরা হয়েছে। লক্ষণে বলা হয়: ১. আক্রমণের শুরুতে আলুর গাছের গোড়ার দিকের পাতায় ছোপ ছোপ ভেজা, হালকা সবুজ গোলাকার বা বিভিন্ন আকারের দাগ দেখা যায়। ২. এই দাগগুলো দ্রুত কালো রং ধারণ করে এবং পাতা পচে যায়। ৩. কুয়াশাচ্ছন্ন সকালে আক্রান্ত পাতার নিচে সাদা পাউডারের মতো একধরনের জীবাণু লক্ষ্য করা যায়।
কৃষকের করণীয় ও প্রতিকার মড়ক রোগ থেকে ফসল বাঁচাতে কৃষি বিভাগ দুই ধরনের (আক্রান্ত হওয়ার আগে ও পরে) পরামর্শ দিয়েছে:
- পূর্বপ্রস্তুতি (রোগ হওয়ার আগে): রোগের অনুকূল আবহাওয়ার (নিম্ন তাপমাত্রা, কুয়াশা বা মেঘলা আকাশ) পূর্বাভাস পাওয়ার সঙ্গে সঙ্গেই রোগ প্রতিরোধের ব্যবস্থা নিতে হবে। এজন্য অনুমোদিত ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে ৭ দিন পর পর স্প্রে করে গাছ ভালোভাবে ভিজিয়ে দিতে হবে।
- আক্রান্ত হলে করণীয়: যদি ইতোমধ্যে ফসল মড়ক রোগে আক্রান্ত হয়ে যায়, তবে অবিলম্বে জমিতে সেচ দেওয়া বন্ধ করতে হবে। একইসঙ্গে অনুমোদিত ছত্রাকনাশক সঠিক মাত্রায় ৪ থেকে ৫ দিন পর পর স্প্রে করতে হবে।
কৃষি কর্মকর্তারা বলছেন, আগাম সতর্কতা এবং সঠিক সময়ে সঠিক ছত্রাকনাশক প্রয়োগ করতে পারলে মড়ক রোগের ক্ষতি থেকে আলুর ফলন রক্ষা করা সম্ভব। এ বিষয়ে স্থানীয় কৃষি অফিসের পরামর্শ নেওয়ার জন্যও কৃষকদের অনুরোধ জানানো হয়েছে।
Discover more from কৃষি প্রতিদিন
Subscribe to get the latest posts sent to your email.