মাগুরা প্রতিনিধি:
শীতের সকালে কুয়াশা ভেদ করে উঁকি দিচ্ছে মিষ্টি রোদ, আর সেই রোদে ঝিলমিল করছে মাগুরার দিগন্তজোড়া ফসলের মাঠ। যেদিকে চোখ যায়, শুধুই হলুদের সমারোহ। বাতাসের তালে দোল খাওয়া সরিষা ফুল দেখে মনে হচ্ছে, প্রকৃতি যেন পরম মমতায় মাঠে মাঠে বিছিয়ে দিয়েছে হলুদের গালিচা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার জেলায় সরিষার বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কৃষকরা।
হলদে চাদরে ঢাকা গ্রামীণ জনপদ সরেজমিনে মাগুরা জেলা সদরের আবালপুর, দেড়ুয়া, পাকাকাঞ্চনপুর, সত্যপুর, রাঘবদাড় ও পাটকেলবাড়ি গ্রামের মাঠ ঘুরে দেখা গেছে নয়নাভিরাম দৃশ্য। চারিদিকে শুধু সরিষা ফুলের হলুদ আভা। অধিকাংশ গাছে ফুল শোভা পেলেও আগাম চাষ করা কিছু কিছু ক্ষেতে ফুল ঝরে ফল (দানা) আসতে শুরু করেছে। মৌমাছির গুঞ্জন আর ফুলের মিষ্টি গন্ধে মাতোয়ারা হয়ে উঠেছে গ্রামীণ জনপদ।
চাষাবাদের পরিসংখ্যান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে জেলায় মোট ২২ হাজার ৮৯৩ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। যদিও লক্ষ্যমাত্রা ছিল ২৫ হাজার ৯০ হেক্টর। উপজেলা ভিত্তিক আবাদের চিত্র:
- মাগুরা সদর: ১০ হাজার ৪০৮ হেক্টর।
- শালিখা: ৭ হাজার ৩৬০ হেক্টর।
- মহম্মদপুর: ৩ হাজার ৭২০ হেক্টর।
- শ্রীপুর: ১ হাজার ৪০৫ হেক্টর।
কৃষকদের চোখে লাভের স্বপ্ন স্বল্প খরচে বেশি লাভ এবং আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা এবার বেশ আশাবাদী। মাগুরা সদরের নরসিংহাটি গ্রামের কৃষক জামিল মিয়া বলেন, “এবার ২ বিঘা জমিতে সরিষা আবাদ করেছি। এই চাষে খরচ যেমন কম, পরিশ্রমও তেমন নেই। আবহাওয়া ভালো থাকায় ফসল খুব ভালো হয়েছে। ইতোমধ্যে গাছে ফল আসতে শুরু করেছে। আশা করছি দুই মাসের মধ্যেই ফসল ঘরে তুলতে পারব।”
ছয়চার গ্রামের কৃষক শফিকুল বলেন, “গত বছরের তুলনায় এ বছর আবহাওয়া অনেক ভালো। আমি ১ বিঘা জমিতে চাষ করেছি। সরিষা চাষে প্রতিবারই ভালো ফলন পাই, এবারও তার ব্যতিক্রম হবে না বলে আশা করছি।”
চাউলিয়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের নাজিম উদ্দিন বলেন, “৩ বিঘা জমিতে চাষ করেছি। মাঠভরা হলুদ ফুল দেখলেই মন ভরে যায়। অল্প কিছুদিনের মধ্যেই ফুল থেকে ফল ধরবে। সব ঠিক থাকলে দেড় থেকে দুই মাসের মধ্যে সরিষা পাকতে শুরু করবে।”
কৃষি বিভাগের ভাষ্য মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. তাজুল ইসলাম বলেন, “এ বছর আবহাওয়া ও পরিবেশ সরিষা চাষের জন্য অত্যন্ত অনুকূল। তীব্র শীত, কুয়াশা বা শৈত্যপ্রবাহে এবার সরিষার তেমন ক্ষতির আশঙ্কা নেই। আমরা কৃষকদের এই লাভজনক ফসল চাষে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছি। মাঠের বর্তমান অবস্থা দেখে আমরা আশা করছি, এবার জেলায় সরিষার বাম্পার ফলন হবে।”
আরও পড়ুন …
Discover more from কৃষি প্রতিদিন
Subscribe to get the latest posts sent to your email.