চট্টগ্রাম প্রতিনিধি :
‘বিশুদ্ধ খাদ্য – সুস্থ জীবন” এই প্রতিপাদ্যে নিয়ে কর্ণফুলী সিডিএ মার্কেট চট্টগ্রামে লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম গ্রীন ভ্যালির সচেতনতা মূল প্রচারণা শুক্রবার ৩১ অক্টোবর সকালে অনুষ্ঠিত হয়।
প্রচারণা উদ্বোধন করে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন চট্টগ্রাম খাদ্য অধিদপ্তরের সহকারী পরিচালক রানা দাস।
প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ৩১৫-বি৪ বাংলাদেশের লিও জেলার সাবেক সভাপতি ও বর্তমান লিও ইয়ুথ এক্সচেঞ্জ চেয়ারম্যান লায়ন খলিলুল্লাহ চৌধুরী সাকিব।
বিশেষ অথিতি হিসেবে ছিলেন সদ্য বিদায়ী ক্লাব সভাপতি ও লায়ন্স জেলা চেয়ারপারসন লায়ন এডভোকেট এমএকে পারভেজ তালুকদার। কর্ণফুলী সিডিএ মার্কেট বাজার কমিটি সাধারণ সম্পাদক, ক্লাব সভাপতি লায়ন বায়জিদ মাহমুদ বিন সাবের নোমান এর সভাপতিত্বে ও ক্লাব চেয়ারপারসন লায়ন ইমতিয়াজ উদ্দিন ভূইয়াঁ লাবলুর সঞ্চালনায় প্রচারণা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্লাব পরিচালক লায়ন মোহাম্মদ নুর উদ্দিন, লায়ন সাংবাদিক মো. মুজিব উল্ল্যাহ্ তুষার,লায়ন ফোরকানসহ মার্কেটের দোকান মালিক ও কর্মচারীবৃন্দ।
এ সময় প্রধান অতিথি বলেন-বিশুদ্ধ খাদ্যই সুস্থ জীবন। খাদ্যের মধ্যে ভেজালকারী দেশ ও মানুষের শত্রু। বিক্রেতাদের উদ্দেশ্যে তিনি বলেন-ভেজাল নয়, বিশুদ্ধ খাবার বিক্রি করুন-এতে আপনার ব্যবসার বিশ্বাস বাড়বে। ক্রেতাকে সঠিক ওজন দিন-এটি আপনার সততার পরিচয়।কৃত্রিম রং, ক্ষতিকর রাসায়নিক বা মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি করা অপরাধ।
খাবারে রাসায়নিক ব্যবহার বন্ধ করুন- সুস্থ সমাজ গড়তে এগিয়ে আসুন।
Discover more from কৃষি প্রতিদিন
Subscribe to get the latest posts sent to your email.