বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, কৃষি ছাড়া সব খাতে টেকসই অর্থায়নে উন্নতি, বিশেষজ্ঞরা চাইছেন ধারাবাহিকতা।
নিজস্ব প্রতিবেদক:
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর টেকসই এবং পরিবেশবান্ধব প্রকল্পে অর্থায়ন উল্লেখযোগ্য হারে বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের সদ্য প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ—এই তিন মাসে টেকসই ও সবুজ প্রকল্পে বিনিয়োগ বেড়েছে ১ হাজার ৮২২ কোটি ৫২ লাখ টাকা।
২০২৪ সালের ডিসেম্বর শেষে এই খাতে মোট বিনিয়োগ ছিল ১ লাখ ৫৬ হাজার ৭৬০ কোটি টাকা। ২০২৫ সালের মার্চ শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৮ হাজার ৫৮২ কোটি ৫২ লাখ টাকায়।
টেকসই খাতে বিনিয়োগের অগ্রগতি
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু টেকসই প্রকল্পেই মার্চ প্রান্তিকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত অর্থায়ন হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৮১৯ কোটি টাকা। যা আগের প্রান্তিকে ছিল ১ লাখ ৪৮ হাজার ১১৫ কোটি টাকা। এই হিসেবে তিন মাসে প্রবৃদ্ধি ১ হাজার ৭০৪ কোটি টাকা।
- ব্যাংকগুলোর একক বিনিয়োগ: ১ লাখ ৪৬ হাজার ৮৫১ কোটি ৭৬ লাখ টাকা
- আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগ: ২ হাজার ৯৬৭ কোটি ২৯ লাখ টাকা
সবুজ অর্থায়নেও বৃদ্ধি, তবে গতি ধীর
সবুজ প্রকল্পে বিনিয়োগ সামান্য বেড়েছে।
- ২০২৪ সালের ডিসেম্বর শেষে: ৮ হাজার ৬৪৫ কোটি টাকা।
- ২০২৫ সালের মার্চ শেষে: ৮ হাজার ৭৬৩ কোটি ৪৭ লাখ টাকা।
এই তিন মাসে প্রবৃদ্ধি মাত্র ১১৮ কোটি টাকা। এর মধ্যে:
- ব্যাংকগুলোর অবদান: ৭ হাজার ৯২৭ কোটি ২৮ লাখ টাকা।
- আর্থিক প্রতিষ্ঠানের অবদান: ৮৩৬ কোটি ১৯ লাখ টাকা।
টেকসই কৃষি খাতে বিনিয়োগে ধস
একই সময়ে টেকসই কৃষি খাতে বিনিয়োগে উল্লেখযোগ্য হ্রাস লক্ষ্য করা গেছে।
- ২০২৪ সালের ডিসেম্বর শেষে: ৮ হাজার ৭৩১ কোটি টাকা।
- ২০২৫ সালের মার্চ শেষে: ৭ হাজার ৯২৪ কোটি ৯৭ লাখ টাকা।
হ্রাস: ৮০৭ কোটি টাকা
কী কারণে এই পরিবর্তন?
বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স পলিসি অনুযায়ী, ব্যাংকগুলো ১১টি ক্যাটাগরির আওতায় ৬৮ ধরনের পণ্যে ঋণ দিতে পারে—যার মধ্যে বেশিরভাগই সবুজ অর্থায়নের আওতায় পড়ে। এর মধ্যে উল্লেখযোগ্য প্রকল্প হলো:
- সৌরবিদ্যুৎ।
- বর্জ্য শোধনাগার (ETP)।
- পরিবেশবান্ধব ইট উৎপাদন।
- কৃষি ও CMSME ঋণ।
- সামাজিক দায়বদ্ধ প্রকল্প।
নীতিমালা অনুযায়ী, এসব প্রকল্পে মোট মেয়াদি ঋণের ৫% অর্থায়ন নিশ্চিত করতে হয়।
বিশেষজ্ঞদের মত: বিনিয়োগ বাড়ুক, ধারাবাহিকতাও থাকুক
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আর্থিক খাতের অংশগ্রহণ অপরিহার্য। বিশেষজ্ঞরা বলছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যে পৌঁছাতে হলে এই ধরনের বিনিয়োগ আরও বাড়ানো এবং টেকসই কৃষি খাতকে উৎসাহিত করা প্রয়োজন।
বাংলাদেশ ব্যাংক প্রতিবছর ‘সাসটেইনেবল রেটিং’ প্রকাশ করে থাকে, যা ব্যাংকগুলোর পরিবেশবান্ধব ও সামাজিকভাবে দায়বদ্ধ কার্যক্রম মূল্যায়নে সহায়তা করে।
Discover more from কৃষি প্রতিদিন
Subscribe to get the latest posts sent to your email.