পরিবেশবান্ধব প্রযুক্তিতে কৃষি ও সৌন্দর্য রক্ষায় নতুন সম্ভাবনা।
বরিশাল প্রতিনিধি
বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল টেকনোলজি বিভাগের শিক্ষার্থীরা উদ্ভাবন করেছেন সোলার চালিত ঘাস কাটার মেশিন। এই বিদ্যুৎ-সাশ্রয়ী, পরিবেশবান্ধব যন্ত্রটি তৈরি করা হয়েছে স্থানীয়ভাবে সহজলভ্য যন্ত্রাংশ ব্যবহার করে।
এটি ভবিষ্যতের টেকসই কৃষি ও ল্যান্ডস্কেপিং প্রযুক্তিতে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সৌরশক্তি নির্ভর প্রযুক্তি, বিদ্যুৎ ছাড়াও চালানো যাবে
প্রকল্পটির টিম লিডার মো. হাসান হোসেন গনমাধ্যমকে বলেন, “আমরা এমন একটি যন্ত্র বানাতে চেয়েছি যা বিদ্যুৎ না থাকলেও কাজ করতে পারে। খরচ কম, কার্যকারিতা বেশি, আর পরিবেশেরও ক্ষতি হয় না।”
মেশিনটিতে রয়েছে:
- সোলার প্যানেল।
- রিচার্জেবল ব্যাটারি।
- ডিসি মোটর।
- ধারালো ঘূর্ণনক্ষম ব্লেড।
- স্টিল ফ্রেম, চাকা, সুইচ ও সংযোগ ব্যবস্থা।
শিক্ষার্থীদের ভাষ্যমতে, ঘাস কাটা ছাড়াও মেশিনটি বাগান পরিচর্যা, কৃষিক্ষেত্র ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর লন মেইনটেনেন্সে ব্যবহার করা যেতে পারে।
মেধা, প্রযুক্তি আর উদ্ভাবনের সম্মিলিত প্রয়াস
আরেক শিক্ষার্থী রাহাত খান বলেন, “ইনস্টিটিউট থেকে সহযোগিতা পেয়েছি ঠিকই, তবে আরও কিছু যন্ত্রাংশ সহজে পেলে আমরা আরও উন্নত ও কার্যকর উদ্ভাবন করতে পারতাম।”
চিফ ইনস্ট্রাক্টর অমল কৃষ্ণ রায় বলেন,“এই প্রকল্পটি বাস্তব শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং টেকনিক্যাল ইনোভেশনের চমৎকার উদাহরণ। আমাদের শিক্ষার্থীরা সত্যিই সম্ভাবনাময়।”
অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. রকিব উল্লাহ বলেন, “এই উদ্ভাবন শুধু প্রতিষ্ঠানের গর্বই নয়, বরং দেশের জন্যও একটি বার্তা— আমাদের তরুণরা চাইলেই টেকসই প্রযুক্তি তৈরিতে নেতৃত্ব দিতে পারে।”
কৃষি ও সবুজায়নে টেকসই প্রযুক্তির সম্ভাবনা
এই ধরনের সাশ্রয়ী মেশিন: কৃষিজমিতে ঘাস ও আগাছা নিয়ন্ত্রণের পাশাপাশি পাবলিক পার্ক ও অফিস চত্বর পরিচর্যায় করা যাবে। একেই সাথে পরিবেশ রক্ষায় সাশ্রয়ী সমাধান হিসেবে ব্যবহার করা যেতে পারে।
এই উদ্ভাবন সবুজ প্রযুক্তি ব্যবহার করে কর্মসংস্থান তৈরি এবং পরিবেশ সংরক্ষণের দিকেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
Discover more from কৃষি প্রতিদিন
Subscribe to get the latest posts sent to your email.